Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

💐৫৩ তম জাতীয় সমবায় দিবস এর প্রতিপাদ্য বিষয় “সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ”    উপজেলা সমবায় কার্যালয়, ঝিনাইদহ সদর, ঝিনাইদহ এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম 💐


কী সেবা কীভাবে পাবেন

১। প্রাথমিক সমবায় সমিতি অকার্যকর হলে কিংবা সমিতির সদস্যগণ সমিতি পরিচালনায় অনাগ্রহী হলে উপজেলা সমবায় অফিসার উক্ত সমবায় সমিতিকে অবসায়নের জন্য জেলা সমবায় অফিসারের নিকট সুপারিশ পেশ করতে পারবেন এবং সদস্যদের আগ্রহের কারণে অবসায়ন আদেশ প্রত্যাহার সুপারিশ করতে পারবেন।

 

২। সমবায় সমিতির অডিট বর্ষে নিরীক্ষীত উদ্বত্ত পত্রে প্রর্দশিত নীট লাভের ১০% অথনা প্রাথমিক সমবায় সমিতির জন্য সর্বোচ্চ ১০,০০০/= (দশ হাজার) টাকা অডিট ফি ট্রেজারী চালানের মাধ্যমে জমা প্রদান করতে হয়।

 

৩।  সমবায় সমিতির অডিট বর্ষের নীট লাভের ৩% সমবায় উন্নয়ন তহবিল হিসাবে সমবায় উন্নয়ন তহবিল সঞ্চয়ী হিসাব নং- ১০২২৯ জনতা ব্যাংক শ্যামলী শাখা ঢাকার অনুকুলে ডিডি মারফত জমা করতে হয়।

 

৪। প্রশিক্ষণঃ কুমিল্লা শহরের উপকেন্দ্র কোড বাড়ী অবস্থিত শীর্ষ সমবায় প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ সমবায় একাডেমী এবং কুষ্টিয়া আঞ্চলিক সমবায় শিক্ষায়তন এ সমবায় সমিতির সদস্যদের প্রশিক্ষণ সেবা প্রদান করা হয়। উক্ত প্রতিষ্ঠান সমূহের সদস্যদেরকে সমবায় ব্যবস্থাপনা, আইন, বিধি ও বিভিন্ন বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়।

 

৫। জেলা সমবায় কার্যালয়ের ভ্রাম্যমান প্রশিক্ষণ ইউনিটের মাধ্যমে সমবায় সমিতিতে গিয়ে সদস্যদের সমিতির ব্যবস্থাপনা সমবায় আইন, বিধি, উপ-আইন ও প্রকল্প বাস্তবায়ন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হয়।

 

৬। সমবায় অধিদপ্তরে ঢাকাস্থ সদর কার্যালয়ে ও বাংলাদেশ সমবায় একাডেমিতে অবস্থিত আধুনিক কম্পিউটার ল্যাব এর মাধ্যমে  অত্র কার্যালয়ের কর্মকর্তা/কর্মচারী ও সমিতির সদস্যদেরকে।